গোপালপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের এইচ এস সি ও অনার্স ৪র্থ বর্ষ ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ খ. জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে আজ ২২ জুন রবিবার সকাল ১০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, সি.সহ সভাপতি আমিনুল ইসলাম পৌর বিএনপি সম্পাদক মো: চাঁন মিয়া, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল সভাপতি রোমান আহমেদ প্রমুখ।
বক্তারা প্রধান অতিথিকে উদ্দেশ্য করে কলেজের সার্বিক উন্নয়ন ও বিএনপি ক্ষমতায় গেলে কলেজটি সরকারি করণ দাবি করেন। উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ,
কলেজের ছাত্রীবৃন্দ, শিক্ষক বৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার অভিভাবক বৃন্দ।
Leave a Reply