অটল শরিয়ত উল্লাহ
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে, টাঙ্গাইলের গোপালপুরের ঝিনাই নদীসহ আশেপাশের বিভিন্ন বিল থেকে ১১০টি অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা ।
আজ ২৪শে জুন মঙ্গলবার বিকেলে হেমনগর ইউনিয়নের বেলুয়া বাজার সংলগ্ন ঝিনাই নদীতে ভ্রাম্যমান আদালত হিসেবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনুরুপ অভিযান উপজেলার সর্বত্রই পরিচালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার ডা. সৌরভ কুমার দে, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও গোপালপুর থানার পুলিশ সদস্যরা।
Leave a Reply