অটল শরিয়ত উল্লাহ
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর আজ ২ জুলাই ২০২৫ খ্রি. বুধবার দিবাগত রাতে খুন হয়েছেন। মাদক ও বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারার দ্বন্ধে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে বলে জানায় থানা পুলিশ।
হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উমর আলী জানান, চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দিন মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে দেড় ডজন মামলা রয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নিকট দায়ের করা এলাকাবাসির অভিযোগ থেকে জানানো হয়, যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদবাজির সংঘবদ্ধ একটি গ্যাং চালাতো চাকমা জাহাঙ্গীর। এদের অপরাধমূলক কর্মকান্ডের দরুন টাঙ্গাইল ও জামালপুরের যমুনা তীরের জনপদ অশান্ত হয়ে উঠে।
গত মঙ্গলবার রাতে চাকমা জাহাঙ্গীরের উপর শাখারিয়া স্লোইস গেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। কুপিয়ে মারাত্মক জখম করে, হাতুড়ি দিয়ে হাটু ভেঙ্গে দেয়। মরনাপন্ন অবস্থায় প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মধ্য রাতে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বহু মামলার আসামী সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিলনা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে রয়েছে। বুধবার দুপুর ১২ টা পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করতে আসেনি।
Leave a Reply