কেএম শামীম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে আজ ৮ জুলাই ২০২৫ খ্রি. মঙ্গলবার বিকেলে বাংলা বাজার ছামাদিয়া সিনিয়র মাদ্রাসা এবং আলমনগর দাখিল মাদ্রাসা বহুতল ভবন যথাক্রমে সৈকত এন্টার প্রাইজ,বাছেদ প্রৌকশলী, ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজ সম্পর্ন্ন করেন, উক্ত ভবন হস্তান্তর পূর্বক পরিদর্শন আসেন, মো.তুহিন হোসেন উপজেলা নির্বাহী অফিসার, গোপালপুর, মো.শাহানুর ইসলাম সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী টাংগাইল, মো.সাখাওয়াত হোসেন আরিফ,উপ সহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , গোপালপুর, এই সময় উপস্হিত ছিলেন, অধ্যক্ষ, আবুল কালাম,সহ. অধ্যাপক কে.এম.শামীম, গোলাম মোস্তফা, সুপার, আমিনুল ইসলাম মারুফী,খন্দঃ নূরুল ইসলাম বাদল,মো.লুৎফর রহমান প্রমূখ। বাংলা বাজার ছামাদিয়া সিনিয়র মাদ্রাসা উর্ধমূখী ভবনের জন্য বরাদ্দ এক কোটি আটাত্তর লক্ষ টাকা, আলম নগর দাখিল মাদ্রাসার বহুতল ভবনের জন্য বরাদ্ব দুই কোটি আটার লাখ,টাকা নির্ধারিত সময়ের মধ্যে নির্মান কাজ সম্পন করা হয়েছে,।
মো.সাখাওয়াত হোসেন আরিফ উপ সহকারী প্রকৌশলী, গোপালপুর নিবিড় পর্যাবেক্ষনে ত্রুটি মুক্ত ভাবে নির্মান কাজ সম্পর্ন্ন হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
বাছেদ প্রৌকশলী মুখপাত্র, আরিফুল ইসলাম সবুজ বলেন এই কাজ টি করিতে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য সম্পূর্ন করতে পেরেছি এই জন্য যথাযথ কর্তপক্ষ কে ধন্য বাদ জানান।
হেমনগর শশী মূখী উচ্চ বিদ্যালয়ে চলমান রিপায়রিং কাজ পরিদর্শন করেন , এবং দিক নির্দেশনা প্রদান করেন মো.তুহিন হোসেন উপজেলা নির্বাহী অফিসার গোপালপুর, উপস্থিত ছিলেন, হেমনগর ইউনিয়ন বিএনপি সভাপতি, ভিপি গোলাম রোজ তালুকদার, সিনিয়র সহ সভাপতি মো.জসিম মেম্বার মো. জিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুর মেম্বার, প্রধান শিক্ষক মো.,রফিকুল ইসলাম, মো. মফিজুল প্রমূখ
Leave a Reply