কেএম শামীম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সরকারি সাদত বিশ্ববিদ্যালয় করটিয়া টাঙ্গাইলে আজ ১৪ জুলাই ২০২৫ খ্রি. সোমবার সকাল ১১ ঘটিকায় শতবর্ষ উদযাপন বিষয়ক মত বিনিময় সভায় অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান মিয়া সাহেবের সভাপতিত্বে সহযোগি অধ্যাপক শেখ ফরিদ প্রভাষক শারমীন সুলতানা সঞ্চালনায় কোরআন তেলেওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে মত বিনিময় সভার শুরু হয়। আলোচনায় অংশ গ্রহন করেন,প্রতিষ্ঠাতা ওয়াজেদ আলী খান পন্নী পরিবারের সদস্য , সাবেক সাংসদ মোরশেদ আলী খান পন্নী,ওরফ টিপু পন্নী, জেলা বিএনপির সভাপতি মো.হালিমুজ্জামান তালুকদার শাহীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ফরহাদ ইকবাল,সাবেক ভিপি মো.মনিরুল ইসলাম মিন্টূ জি.এস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস চঞ্চল, বিএমজিটিএ জেলা সভাপতি অধ্যাপক কে এম শামীম ,মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।
দানবীর জমিদার মৌলভী ওয়াজ আলী খান পন্নী কর্তৃক প্রতিষ্ঠিত টাঙ্গাইল জেলার প্রথম কলেজ কেবল নয় দেশের মুসলিম জমিদার কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সাদত কলেজ শতবর্ষ পদার্পন করতে যাচ্ছে। প্রিন্সিপাল ইব্রাহিম খা এর হাত ধরে সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি শত বর্ষের অধিষ্ঠিত হওয়ায় এই সময়ে এসে সবচেয়ে কঠিন বাস্তবতা হলো প্রতিষ্ঠানটির জন্য অতি প্রয়োজনে এলাম নাই এসোসিয়েশন গঠন। কেন না শতবর্ষ উদযাপন সহ প্রয়োজনীয় ক্ষেত্র সমূহের ভূমিকা পালন উন্নয়নসহ ইমেজ উদ্ধমুখী করার জন্য এলাম নাই এসোসিয়েশন ভূমিকা পালন করে থাকে। এলাম নাই এসোসিয়েশন গঠন করতে বিভাগীয় / শ্রেনী পর্যায়ে এর ইউনিট প্রতিষ্ঠা বর্তমান ও সাবেক শিক্ষক মন্ডলী / শিক্ষার্থীদের একপর্যায়ে বর্তমান শিক্ষার্থীদেরব মেল বন্ধনে গঠিত হবে একটি যথাযথ এলামনাই এসোসিয়েশন যারা আয়োজন করবে শতবর্ষ উদযাপনের মূল পর্ব।
রেজিস্ট্রেশন অনুদান বিজ্ঞাপন সহ সকল ধরনের একটি প্ল্যাটফর্ম দ্বারা করা হবে। রেজিস্ট্রেশন সকল ধরনের আয় নির্বাহের জন্য অধ্যক্ষ মহোদয় সহ কমিটির সম্মানিত আহবায়ক ও সদস্য সচিবের যৌথ হিসাবের মাধ্যমে নূন্যতম দুইজনের স্বাক্ষরে পরিচালিত ব্যাংক হিসাবে প্রতিষ্ঠান কর্তৃক ওপেন করা এবং বিকাশের মাধ্যমে নির্বাহ করা হবে। ম্যানুয়ালি কিংবা ব্যক্তিগত পর্যায়ে আয়ের কিংবা অর্থ গ্রহণের সুযোগ থাকবে না। সব ধরনের ব্যায় সংশ্লিষ্ট কমিটি পর্যায়ের থেকে করা হবে। প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক।
Leave a Reply