অটল শরিয়ত উল্লাহ
গোপালপুর (টাঙ্গাইল )প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ তিন দিন আগে ডাকাতি করা মালামাল উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ডাকাত দলের একজনের বাড়িতে মাল গুলো লুকানো আছে। পরে গোপালপুর থানা পুলিশের একটি চৌকুস দল ১৯ জুলাই শনিবার বিকালে ধোপাকান্দি ইউনিয়নের বড়ামা দ:পাড়া গ্রামের সোহরাব হোসেনের বাড়ি থেকে কিছু মাল উদ্ধার করে থানা হেফাজতে রাখে।
জানা যায় গত ১৭ জুলাই বৃহস্পতিবার রাত্রি ১ টার সময় নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া গোরস্থান মোড়ের আইয়ুব আলী খানের দোকানে তাঁকে অস্রের মুখে জিম্মি করে আনুমানিক ২ লক্ষ ১০ হাজার টাকা মুল্যের মাল ডাকাতি করে পিকাপে করে নিয়ে যায় ১০/১২ জনের একটি ডাকাত দল। ডাকাতি করা মালামালের মধ্যে ছিল গোখাদ্যের বস্তা, ফ্রিজ, কোমল পানীয় (কোক) চাউলের বস্তা, চিনির বস্তা সহ অন্যান্য দামি পণ্য সামগ্রী।
পরে গত ১৮ জুলাই শুক্রবার গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান প্রেরণ করে কিছু মাল উদ্ধার করে।
এ ব্যাপারে গোপালপুর থানায় ২০ জুলাই একটি ডাকাতির মামলা হয়েছে।
Leave a Reply