-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য এবং কটুক্তির প্রতিবাদে ধনবাড়ী উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । আজ ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ধনবাড়ী বাজার প্রদক্ষিণ করে ধনবাড়ী বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় । ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ । এসময় ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি,এম এ মাজেদ বাদল, হাফিজুর রহমান বিএসসি, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু,
এসময় ধনবাড়ী উপজেলা ও পৌর কৃষকদল,মহিলা দল, সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply