অধ্যাপক কে এম শামীম ( বিএমজিটিএ জেলা সভাপতি )
গোপালপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ সহ শিক্ষার সার্বিক উন্নয়ন কল্পে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২৮ জুলাই/২০২৫ সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিস আয়োজন করে।
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই স্কিমের সহযোগিতায় জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো: আজহারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানের স্বাগত ভাষন দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন মো.সাইদুল ইসলাম সহকারী কমিশনার ভূমি গোপালপুর, মো.জোবায়রুল হক আমিন সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, খন্দকার ওয়াদুদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেরুন্নেছা মহিলা কলেজ, আঃ মালেক মাদানী ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপালপুর দাঃউঃ কামিল মাদ্রাসা ,প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মিয়া, হোসনে আরা ,সুপার আঃ হাই ছোমেরী, প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ৩৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও এস এস সি পর্যায়ে ১০ হাজার ও এইচ এস সি পর্যায়ে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
বিএমজিটিএ জেলা সভাপতি অধ্যাপক কে এম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তা বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, জাসাস সভাপতি শাহনুর আহাম্মেদ সোহাগ, বিশ্বজিৎ, মো. মুনছুর রহমান ও অভিভাবক, শিক্ষক সহ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply