কে.এম. শামীম
গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ফারিয়ার মাসিক সমন্বয় সভা ঘাটাইল হাসপাতাল রোডের লাইফ কেয়ার হসপিটালের মিটিং রুমে অনুষ্ঠিত হয়।
১৩ আগষ্ট বুধবার রাত ৮ টায় ঘাটাইল উপজেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মো: সাহাদত হোসেন সুমনের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ফারিয়ার সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ফারিয়া ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি,কেন্দ্রীয় ফারিয়ার দ্বি-বার্ষিক নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো: শাহানূর আহম্মেদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো: নাসিমুজ্জামান রিপন,বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি কে.এম শামীম,টাঙ্গাইল জেলা ফারিয়ার প্রচার সম্পাদক মো: হান্নান মিয়া, গোপালপুর উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান,কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, গোপালপুর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন, ওলামা দলের হাজ্বী মো: বোরহান উদ্দিন, মো: রাকিব, মো: হুমায়ুন, মো: মজিবর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের বক্তব্যে চাকরির নিশ্চয়তা, অতিরিক্ত টার্গেট ও ইনসেন্টিভ বৈষম্য দুরিকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ আগামী ১৯ সেপ্টেম্বরের বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী গোপালপুর উপজেলা ফারিয়া ও জাসাস সভাপতি মো: শাহানুর আহমেদ সোহাগের নির্বাচনী প্রচারণা নিয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার আগামী ১৯ সেপ্টেম্বরের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো: শাহানুর আহমেদ সোহাগের সাংগঠনিক দক্ষতা সহ তার বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করেন। পদপ্রার্থীকে বিজয়ী করার জন্য এখন থেকেই বাংলাদেশের সকল ফারিয়া সমন্বয়কারীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখতে হবে বলেও সকলে অভিমত ব্যক্ত করেন।এছাড়াও ফারিয়ার এই সমন্বয় মিটিংয়ে উপস্থিত সকলের সর্বাত্মক সহযোগিতায় ও নির্বাচনী প্রচারণায় যাতে সকলে অংশগ্রহণ করেন এ বিষয়ে সকলকেই দিক-নির্দেশনা প্রদান করা হয়।
সমন্বয় সভার সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ কুমার ও সার্বিক সহযোগিতায় ছিলেন ঘাটাইল ফারিয়ার সাধারণ সম্পাদক মো: রনি মিয়া।
Leave a Reply