-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
“জয় হোক কবি ও কবিতার,চাষাবাদ হোক মানবতার” এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরের স্বাধীনতা কমপ্লেক্সে বৃহস্পতিবার ১৪ আগষ্ট /২০২৫কবি ও গবেষক প্রয়াত শফিউদ্দিন তালুকদার স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াত কবিস্মরণের মাধ্যমে আজকের এই সাহিত্য আড্ডাটি কবি ও গবেষক শফিউদ্দিন তালুকদারকে উৎসর্গ করা হয়।
বিশিষ্ট কবি আবদুল হালীম খাঁর সভাপতিত্বে সাহিত্য আড্ডা শুরু করা হয়। দ্বিতীয় দফায় সভাপতির দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ও কবি জনাব হামিদুল আলতাফ। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শিক্ষা হিতৈষী জনাব খায়রুজ্জামান ভূঁইয়া, বিশিষ্ট সাংস্কৃতিক যোদ্ধা আঃ করিম খান, হাজী ইসমাইল খা কারিগরি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুস সাত্তার খান, কবি ও প্রাবন্ধিক ড. আলী রেজা ও কবি আখতার হোসেন খান।
কবি হারুন অর রশিদের সঞ্চালনায় কবিদের কবিতা পাঠে অংশ নেন__
কবি আখতার হোসেন খান, কবি সাইফুল ইসলাম, কবি চাঁন মাহমুদ, কবি আব্দুছ ছালাম, কবি এম,এ বাছেদ, কবি এম.কে হাতেম, কবি লিমা রহমান, কবি রনী খাতুন, কবি হালিমা খাতুন, কবি শফিকুল ইসলাম, কবি শাহরিয়ার শ্রাবন, কবি শিশির খান প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি করেন কন্ঠযোদ্ধা আনোয়ার হোসেন খান।
কবিতা পাঠে কবিকন্ঠে উচ্চারিত হয় :শুধু পোড়াও আমার পৃথিবী, অগ্নিশিখা, অহমিকা, পশুত্ব, শফিউদ্দিন নিবেদিত কবিতা, মানুষ মানে আরো কিছু, শিকড়, সাহিত্য চর্চায় ভূঞাপুর, আর কখনো, খুব অচেনা ও দিগন্ত প্রভৃতি কবিতাগুলো।
ধারাবাহিকতা বজায় রেখে মাসিক এই সাহিত্য আড্ডা ইতিমধ্যে টাঙ্গাইল জেলা সহ সমগ্র বাংলাদেশের সাহিত্য-সারথীদের মাঝে এক অন্যরকম আবহ এনে দিতে সক্ষম হয়েছে। কবি-সাহিত্যিকদের উল্লেখযোগ্য উপস্থিতি অবশ্যই সকলের মনে এক অনুপ্ররেণার দিক-নির্দেশকের সঞ্চার হয়।সাহিত্য বিষয়ক আলোচনার মাঝে তাদের কবিতা পাঠ, আবৃত্তিতে আড্ডাটি প্রাণবন্ত হয়ে উঠে।
Leave a Reply