-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের পরিচালনায় সর্বস্তরে বাংলা ভাষা : শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষা বিষয়ে কর্মশালা ও ডা.আব্দুল খালেক তালুকদার মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
২৫ আগস্ট/২০২৫ সোমবার এই অনুষ্ঠানে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘাটাইলের অন্বেষা বহুমুখী সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির সরকার। ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমিত বাংলা বানান ও উচ্চারণ বিষয়ে আলোচনা করেন। ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন। আলোচকবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ততার জন্য আহবান জানান। কর্মশালায় মূল আলোচক বাংলা ভাষার বিভিন্ন রীতিনীতি সম্পর্কে আলোকপাত করেন।
শুদ্ধ বানান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে প্রমিত বাংলা বানানের নিয়ম বই তুলে দেন।
Leave a Reply