শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি পরিচিতি ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত ঘাটাইলে সর্বস্তরে বাংলা ভাষা ও শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষা এই বিষয়ে কর্মশালা জনগণ প্রার্থীকে ভোট দিতে চায় পি আর পদ্ধতি চায় না -আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মাধ্যমিক পর্যায়ে গীস্মকালীন  জাতীয় ক্রীড়া প্রতি যোগীতার   প্রস্তুতি মূলক সভা গোপালপুরে প্রয়াত খন্দকার আ: মান্নান স্মরণে দোয়া মাহফিল টাঙ্গাইলে ব্রাহ্মণ সংসদের সভা ও বার্ষিক পূজা পদ্ধতি নিয়ে আলোচনা গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা “ভূঞাপুর সাহিত্য আড্ডা”র ব্যানারে ভূঞাপুরে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ঘাটাইলে ফারিয়ার মাসিক সমন্বয় সভায় ফারিয়ার নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণ ঘাটাইলে ফারিয়ার মাসিক সমন্বয় সভায় ফারিয়ার নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণ
শিরোনাম
গোপালপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি পরিচিতি ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত ঘাটাইলে সর্বস্তরে বাংলা ভাষা ও শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষা এই বিষয়ে কর্মশালা জনগণ প্রার্থীকে ভোট দিতে চায় পি আর পদ্ধতি চায় না -আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মাধ্যমিক পর্যায়ে গীস্মকালীন  জাতীয় ক্রীড়া প্রতি যোগীতার   প্রস্তুতি মূলক সভা গোপালপুরে প্রয়াত খন্দকার আ: মান্নান স্মরণে দোয়া মাহফিল টাঙ্গাইলে ব্রাহ্মণ সংসদের সভা ও বার্ষিক পূজা পদ্ধতি নিয়ে আলোচনা গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা “ভূঞাপুর সাহিত্য আড্ডা”র ব্যানারে ভূঞাপুরে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ঘাটাইলে ফারিয়ার মাসিক সমন্বয় সভায় ফারিয়ার নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণ ঘাটাইলে ফারিয়ার মাসিক সমন্বয় সভায় ফারিয়ার নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণ

গোপালপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি পরিচিতি ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

নন্দনপুর-গোপালপুর শ্রীশ্রী আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার ২৮ আগষ্ট বিকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অভিজিৎ দে নিন্টু। গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু প্রবীর চন্দ্র চন্দ।
গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটিতে গোপালপুর উপজেলা হতে ৩১ জনের নাম অন্তর্ভূক্ত হয়েছে। উক্ত সভায় নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুমার কুন্ডূ স্বাগত বক্তব্যের পাশাপাশি ৩১ জনের নাম ও পদবি উল্লেখপূর্বক কমিটি পরিচিতি ঘোষণা করেন:
* টাঙ্গাইল জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক : প্রবীর চন্দ্র চন্দ,১. আহবায়ক : অভিজিৎ দে নিন্টূ,
২. সিনিয়র যুগ্ম আহবায়ক : রনজিৎ কুমার ঘোষ,৩. যুগ্ম আহবায়ক : বিশ্বজিৎ চক্রবর্তী, ৪. যুগ্ম আহবায়ক: গনেশ চন্দ্র পাল, ৫. যুগ্ম আহবায়ক: দিলিপ কুমার দাস, ৬. যুগ্ম আহবায়ক: উজ্জ্বল কুমার চন্দ, ৭. যুগ্ম আহবায়ক : প্লাবন চন্দ্র চন্দ, ৮. সদস্য সচিব : প্রলয় কুমার কুন্ডু, ৯. সদস্য : রাম কৃষ্ণ সাহা, ১০. সদস্য : বাঁধন সাহা, ১১. সদস্য : দেবাশীষ পাল মিঠুন, ১২. সদস্য : খোকন চক্রবর্তী, ১৩. সদস্য: পিয়াস সাহা, ১৪. সদস্য: সুজন ঘোষ, ১৫. সদস্য: অবিনাশ রায়, ১৬. সদস্য: মহাদেব রায়, ১৭. সদস্য : কৃষ্ণ দাস, ১৮. মনোরঞ্জন দেবনাথ, ১৯.সদস্য: রতন চন্দ্র সূত্রধর, ২০. সদস্য : বাপ্পি সরকার, ২১. সদস্য : রামকৃষ্ণ পাল টিুংকু ২২. সদস্য: বিমল চন্দ্র দাস, ২৩. সদস্য : কৃষ্ণ দাস, ২৪. সদস্য : সতেজ ভট্টাচার্য, ২৫. সদস্য : প্রতীক পাল, ২৬. মানিক চন্দ্র দাস, ২৭. সদস্য : সুষম চন্দ্র দাস, ২৮. বাসুদেব পাল, ২৯. সদস্য : তারক চন্দ্র পাল, ৩০. সদস্য : রঘুনাথ পাল, ৩১. সদস্য: সুদীপ্ত দে অপূর্ব।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন সবসময় আপনারা মনে সাহস রাখবেন। সকলের সাথে সু-সম্পর্ক বজায় রাখবেন।অন্যায়ভাবে কেউ আপনার কোনো ক্ষতির কারণ হলে আমরা সকলের সাথে যোগাযোগের মাধ্যমে সেসবের প্রয়োজনীয় সমাধানে অগ্রণী ভূমিকা রেখে যাবো।আপনাদের যে কোনো সমস্যা সমাধানে আমাদের এই কমিটি প্রশাসনিক সহযোগিতা নিয়ে আপনাদের পাশে সবসময় থাকবে। বক্তারা বক্তব্যে বলেন :গত সপ্তাহে ঢাকাতে ইন্জিনিয়ার ইন্সস্টিটিটিউটে অনুষ্টিত জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে  লাইভ বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন :” ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার আপনাদের সকলের। কেউ কখনও নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। আপনাদের পাশেও যেমন সকলে থাকবে তেমনি প্রশাসনও আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিক পাশে থাকবে।”
এছাড়াও আজকের সভায় সকলের উপস্থিতিতে যে সকল বিষয়ে আলোকপাত করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : আসন্ন দূর্গাপূজায় সুষ্ঠু ও সুন্দরভাবে কর্মপরিকল্পনার মাধ্যমে উদযাপনের সমস্ত প্রস্তুতি সম্পন্নের আহবান ,প্রতিটি পূজা মন্ডবে নির্দিষ্ট ভলান্টিয়ারের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ,পূজা মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন, যে কোনো প্রয়োজনে সকলের সাথে যোগাযোগ লিংকেজ স্থাপন, কমিটির নাম ও মোবাইল নাম্বার সম্বলিত প্যানি ব্যানার,পূজা মন্ডবে সন্দেহজনক কাউকে দেখলেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার আহবান জানানো সহ সকলের জন্য শুভকামনা ,
প্রসাদ ও মিষ্টি বিতরণ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Bloger Theme