সহ.অধ্যাপক কে.এম.শামীম
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি:
ক্যাম ফোর্ড স্কুল এন্ড কলেজ গাজীপুর এর পরিচালনায় ক্যাম ফোর্ড শিক্ষা পরিবার গোপালপুর এবং ভূঞাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লে শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত ক্যাম ফোর্ড বৃত্তি পরীক্ষার আয়োজন করে । বৃত্তি পরীক্ষায় প্রায় ১৬ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।তার মধ্যে গোপালপুর উপজেলায় ১,০৫০ জন শিক্ষার্থীর মধ্যে সূতী ভি.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫৫০ শিক্ষার্থী ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০১৫ সাল থেকে ক্যাম ফোর্ড স্কুল এন্ড কলেজ শিক্ষা কর্যক্রম শুরু হয়।২০২৩ সালে ক্যাম ফোর্ড শিক্ষা পরিবারের পরিচালক মোস্তফা কামাল সাহেব টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আওতাধীন তার নিজ গ্রাম কাহেতা গ্রামের কাহেতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম বৃত্তি পরীক্ষা শুরু করেন। দুই বছরের ব্যবধানেই এতে শিক্ষার্থীর সংখ্যা আশানুরুপ বাড়তে থাকে।এর পরিধি পার্শ্ববর্তী উপজেলা ভূঞাপুরেও বিস্তৃতি লাভ করে। এর ফলশ্রুতিতে গোপালপুর এবং ভূঞাপুর দুই উপজেলার দুই টি কেন্দ্রে এক এবং অভিন্ন প্রশ্ন পত্রে ১৫ নভেম্বর শনিবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয় এবং ১২ টায় শেষ হয়। উপস্হিত শিক্ষার্থীদের মধ্য থেকে ১০% ট্যালেন্টপুলে এবং ১০% সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে এবং জানুয়ারি মাসের মধ্যেই বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট,নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হবে।
গোপালপুর কেন্দ্রে সার্বক্ষণিক ভাবে উপস্হিত ছিলেন পরিচালক মো.মোস্তফা কামাল।
এ ছাড়া আরও উপস্হিত ছিলেন ওসি তদন্ত গোপালপুর মো.মামুন ভূইঞা, সূতী.ভি এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আতিকুর রহমান,সহ.অধ্যাপক ড.আতাউর রহমান, মো.শাহানুর আহমদ সোহাগ, মো.সাইফুদ্দিন,প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, আঃ হাই, লাইট হাউজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ,মো.হাবিবুর রহমান তালুকদার,মো.নূরুল ইসলাম টিটু,খন্দকার শরীফ, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমূখ।
মো.মামুন ভূইঞা বিভিন্ন হল পরিদর্শন করেন এবং এই মহতী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন,
মো.আতিকুর রহমান বলেন শিক্ষার্থীরা খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরিচালক, মো.মোস্তফা কামাল বলেন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই বৃত্তি প্রদানের আয়োজন ।
এই বৃত্তি পরীক্ষা সাফল্য মন্ডিত করতে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.তুহিন হোসেন,ওসি তদন্ত মো.মামুন ভূইঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মো.নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, মো.মফিজুর রহমান , উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, মো.জোবায়েরুল হক আমিন, সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম,বিএম জিটিএ টাঙ্গাইল জেলা সভাপতি সহ.অধ্যাপক কে.এম.শামীম.প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস বেগম লেলিন,বিএমজিটিএ উপজেলা সভাপতি সহ :অধ্যাপক অটল শরীয়ত উল্লাহ , সাধারন সম্পাদক মো.আশরাফ আলী তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সূতী ভি এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জনান। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন মো.হাবিবুর রহমান,মো.শামীম আহমেদ,মো.রাসেল।
Leave a Reply