অটল শরিয়ত উল্লাহ
গোপালপুর( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে রেডিও টেলিভিশনের আশির দশকের উদিয়মান প্রয়াত কন্ঠ শিল্পী সমীর কুমার বল বাবলুর স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সভা গোপালপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক বানীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে গোপালপুর আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গনে ২৩ জুন সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান।
সোলস অব দ্যা সেম স্পিড গোপালপুর কর্তৃক আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটের) মেকানিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক ও সভাপতি সোলস অব সেম স্পিডস ডঃ আশরাফুল ইসলাম।
উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সাবেক শিক্ষক সামছুল হক আনন্দময়ী দেব মন্দির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী চিত্তরন্জন সাহা, অজিত কুমার বাবলু পাল, টাংগাইল জেলা বিএমজিটিএ সভাপতি কে এম শামিম, বৈরাণ সাহিত্য সংস্কৃতিক সংসদের সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী , শহর শ্রমিক দলের সভাপতি খ. জামালী ,জেলা ওলামা দলের সাবেক আহবায়ক হাজি বোরহান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মুনছুর রহমান, শহর যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোলস অব দ্যা সেম স্পিডস এর সাধারণ সম্পাদক খন্দকার আবু হানিফ ।
উল্লেখ্য যে প্রয়াত শিল্পীর বাড়ি ফলদাতে হলেও তিনি ছোট বেলা থেকেই গোপালপুরে বড় হয়েছেন। তার পরিবারের সবাই আশির দশকে ভারত চলে যায়। কিন্তু সংসার বিমুখ শিল্পী একাই থেকে যান এই দেশকে ভালবেসে হোস্টেলে মেসে বন্ধুদের বাসায় বাসায়। গত ফেব্রুয়ারী ২০২৫ সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
সভা শেষে দ্বিতীয় পর্বের সংগীতায়োজনে ব্রজবাসী মোহন্ত, অনীল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, হেমনগরের বিপ্লব ও তার দল প্রয়াত শিল্পীর স্মরণে গান পরিবেশন করেন।
Leave a Reply