বিএমজিটিএ জেলা সভাপতি সহ অধ্যাপক কে .এম. শামীম
গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
৩১ জুলাই বৃহস্পতিবার বিকালে গোপালপুর উপজেলার শিমলা বাজারে সাপ্তাহিক হাঠে শতবর্ষী বট গাছ ভেঙ্গে পড়ে প্রায় বিশ জন আহত হয়, দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন গোপালপুর ফায়ার সার্ভিস উপস্হিত হয়ে গাছের নিচে আটকে পড়া আহত ব্যাক্তিদের উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে ৫ জন বাড়ীতে চলে যান,দ্রুত চিকিৎসার জন্য ১৫ জন গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন তার মধ্য মো. শাহজাহান আলী (৫০) পিতাঃ মো.মোকছেদ আলী সাং সেনের চর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
গোপাল পুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ১/ মো.আজহার ( ৬৫) পিতাঃ হাসমত আলী, গ্রাম মাইজ বাড়ী,২/ মো.আজিজুল (৬৫) পিতা আঃ হামিদ সাং সৈয়দপুর ৩/ মো.শাহজাহান ( ৫০) পিতা মো.মকছেদ সেনেরচর মুমুর্ষ, ৪/ মিজানুর রহমান, (২৮) পিতাঃ দেলোয়ার হোসেন সাং পলশিয়া, ৫/ মো.লুৎফর রহমান(,৬০) পিতাঃ ইসলাম সাং হাবিবপুর,৬/ আবুল হোসেন(৭০),পিতাঃ অয়েন উদ্দিন,সাং জগনাথ বাড়ী, ৭/ শামীম(২৫),পিতাঃ ইউসুফ সাং বন্দ হাদিরা ৮/ মো.আলমগীর৩০) পিতাঃ ইব্রাহিম সাং হাদিরা
৯/ মো.ইকবাল (২০) পিতাঃ আশরাফ সাং জোত বাকল
১০/ আজহার (৮০) পিতাঃ ইব্রাহিম সাং নগদা শিমলা
১১/ মো.আলমগীর( ৪০)পিতাঃ ইব্রাহিম সাং নগদা শিমলা১২/ আমির আলী( ৫৯)পিতাঃ ইমাম হোসেন সাং শিমলা ১৩/ ইমরান ( ২৪) পিতা আশরাফ সাং নগদা শিমলা
১৪/ মোফাজ্জল হোসেন (৫০)পিতাঃ আবুল হোসেন সাং পলশিয়া ১৫/ মো.দুলাল সেক( ৬০)পিতাঃ আবু হানিফ সাং হাবিব পুর।
আহত ব্যক্তিদের চিকিৎসার খোজ নেন মো.তুহিন হোসেন উপজেলা নির্বাহী অফিসার, গোপালপুর, উপজেলা বিএনপি, গোপালপুর সভাপতি, অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহ সভাপতি, মো.আমিনুল ইসলাম সাধারন সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির আহবায়ক মো.খালিদ হাসান উথান, জাসাস সভাপতি মো.শাহানুর আহমেদ সোহাগ,, সিনিয়র সহ সভাপতি মির্জা মনি,বিএমজিটিএ জেলা সভাপতি সহ অধ্যাপক কে.,এম.শামীম, আবুল কালাম, মো. বেলাল হোসেন,মো.মিন্টু, তুহিন, প্রমূখ।
Leave a Reply