বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত ধনবাড়ীতে ওএমএস এর মাধ্যমে আটা বিক্রয় কার্যক্রম শুরু গোপালপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি পরিচিতি ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত ঘাটাইলে সর্বস্তরে বাংলা ভাষা ও শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষা এই বিষয়ে কর্মশালা জনগণ প্রার্থীকে ভোট দিতে চায় পি আর পদ্ধতি চায় না -আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মাধ্যমিক পর্যায়ে গীস্মকালীন  জাতীয় ক্রীড়া প্রতি যোগীতার   প্রস্তুতি মূলক সভা গোপালপুরে প্রয়াত খন্দকার আ: মান্নান স্মরণে দোয়া মাহফিল টাঙ্গাইলে ব্রাহ্মণ সংসদের সভা ও বার্ষিক পূজা পদ্ধতি নিয়ে আলোচনা গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা “ভূঞাপুর সাহিত্য আড্ডা”র ব্যানারে ভূঞাপুরে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
শিরোনাম
গোপালপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত ধনবাড়ীতে ওএমএস এর মাধ্যমে আটা বিক্রয় কার্যক্রম শুরু গোপালপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি পরিচিতি ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত ঘাটাইলে সর্বস্তরে বাংলা ভাষা ও শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষা এই বিষয়ে কর্মশালা জনগণ প্রার্থীকে ভোট দিতে চায় পি আর পদ্ধতি চায় না -আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মাধ্যমিক পর্যায়ে গীস্মকালীন  জাতীয় ক্রীড়া প্রতি যোগীতার   প্রস্তুতি মূলক সভা গোপালপুরে প্রয়াত খন্দকার আ: মান্নান স্মরণে দোয়া মাহফিল টাঙ্গাইলে ব্রাহ্মণ সংসদের সভা ও বার্ষিক পূজা পদ্ধতি নিয়ে আলোচনা গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা “ভূঞাপুর সাহিত্য আড্ডা”র ব্যানারে ভূঞাপুরে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

ধনবাড়ি উপজেলা বিএমজিটিএ দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪২ Time View
অধ্যাপক কে.এম. শামীম
গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়িতে  উপজেলা বিএমজিটিএ দ্বি বার্ষিক সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট  বিকাল ৩ ঘঠিকায়, ধনবাড়ী আলিম মাদ্রাসা হলরুমে বিএমজিটিএ ধনবাড়ী উপজেলা শাখার আহবায়ক মো. নাজিন উদ্দিন  সাহেবের সভাপতিত্বে সদস্য সচিব মো ইউনুছ ইসলাম  সাহেবের সঞ্চালনায় কোরআান তেলোয়াত এর মধ্য দিয়ে ধনবাড়ি উপজেলা বিএমজিটিএ দ্বি বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধন করেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং জেলা সাধারন সম্পাদক মো.এলিন তালুকদার।
প্রধান অতিথি, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এবং জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে. এম.শামীম বলেন,  ২০১৩ সালে  জনাব মো.হারুন অর রশিদ স্যার,  মাদ্রাসার সাধারন শিক্ষকদের স্ব-পক্ষে যৌক্তিক দাবী সূমহ সককারের নিকট উপস্থাপন করার জন্য বিএমজিটিএ প্রতিষ্ঠিত করেন।
সাধারন শিক্ষকদের দাবী আদায়ের একমাত্র প্লাটফর্ম বিএমজিটিএ।
সহ.অধ্যাপক কে.এম.শামীম বলেন, শিক্ষা ব্যবস্হা জাতীয় করন ,  অধ্যক্ষ/ উপাধ্যাক্ষ / সুপার /সহ সুপার পদে  এ্যারাবিক এবং জেনারেল মধ্য থেকে  পদায়নের মাধ্যমে শূন্য পদ পূরুন,সহকারী অধ্যাপকের অনুপাত প্রথা বাতিল, শিক্ষক দের অষ্ঠম গ্রেড প্রদান, ২৫% হারে বাড়ী ভাড়া, যৌক্তিক চিকিৎসা ভাতা,উচ্চতরস্কেল,টাইম স্কেল,এবং পদায়ন ক্ষেত্রে  স্বয়ংক্রিয় ভাবে প্রদানের ব্যবস্হা করার আহবান জানান।
মো.এলিন তালুক দার বলেন, এমপিও ভূক্তিতে এবং স্কেল পরিবর্তন, পদায়নের ক্ষেত্রে ,  গভনিংবডি কিংবা প্রধানের  হয়রানির স্বীকার না হয়, সে দিকে নজরধারী বাড়ানোর অনুরোধ করেন,
মো.আজহারুল ইসলাম মুক্তা বলেন, বিএমজিটিএ  দীর্ঘ দিন যাবৎ ইএফটি তে শিক্ষক দের বেতন প্রদানের জন্য দাবী করে আসছে অবশেষে  বর্তমান সরকার দাবী বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে, এই ক্ষেএে কোন শিক্ষক কর্মচারী যেন হয়রানির স্বীকার না হয়, ইএফটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়াটি যেন সহজ থেকে  সহজতর করা হয়।
অন্যান্য দের মধ্য বক্তব্য রাখেন,  বিএমজিটিএ জেলা সহ সভাপতি গোপালপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক, অটল শরিয়ত উল্লাহ, জাসাস এবং ফারিয়া গোপালপুর সভাপতি মো. শাহানুর আহমেদ সোহাগ,  গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.মুনছুর রহমান, সহকারী অধ্যাপক মো. আব্দুর রউফ, শরিফুজ্জামান, মো.আশরাফ আলী,
অধ্যক্ষ রুহুল আমিন,  মাদ্রাসা শিক্ষক সমিতি ধনবাড়ি সহ সভাপতি, আমজাদ হোসেন, খন্দকার মিনহাজ উদ্দিন, মো.আব্দুল্ল্যাহ,জাকারিয়া, নিজাম উদ্দিন, আইবিডেজি,মো.মনিরুজ্জামান প্রমূখ
বিএমজিটিএ ধনবাড়ী উপজেলা শাখার পরবর্তী দুই বছরের জন্য উপস্তিত শিক্ষক দের কন্ট ভোটে  জনাব মো.নাজিম উদ্দিন সভাপতি এবং মো.ইউনুস ইসলাম কে সাধারণ সম্পাদক,আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক কন্ট ভোটে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Bloger Theme