অধ্যাপক কে.এম.শামীম
গোপালপুর প্রতিনিধি
টাংগাইল, গোপালপুরে সোমবার ২৯ সেপ্টেম্বর হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়ে, শিক্ষক মিলনায়তনে, এড ভোকেট আব্দুস সালাম পিন্টু পাঠাগার ঘোষনা উপলক্ষে, হেমনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ভিপি গোলাম রোজ তালুকদার সাহেবের সভাপতিত্বে মো. বাহাদুর মাস্টার সাহেবের উপস্হাপনায় কোরআান তেলেওয়াত এর মধ্য দিয়ে, আলোচনায় অংশ গ্রহন করেন, বিশিষ্ঠ্য, শিক্ষানুরাগী, মো.চান মিয়া মাস্টার,বিশিষ্ঠ্য সমাজ সেবক, বিএনপি নেতা আঃ রশিদ হেমনগর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আঃ হালিম হেমনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.খাদেমুল ইসলাম, মো. সাইফুদ্দিন, বিএমজিটি জেলা সভাপতি, বাংলা বাজার মাদ্রাসার অধ্যাপক কে.এম.শামীম, হেমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মিয়া সহকারী প্রধান শিক্ষক মো.,মনিরুল ইসলাম অপু হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.হারুনুর অর রশিদ, জনতা উচ্চ বিদ্যালয়ের সিনির শিক্ষক মো.আতিকুর রহমান, নলিন আর্দশ উ/বি মোসা নূর নাহার, হেমনগর বালিকা উ/ বিঃ মো.মিজানুর রহমান, হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আনিছুর রহমান গোপালপুর উ/বিঃ সিনিয়র শিক্ষক মো.মুক্তার হোসেন জীবন, প্রমূখ , উপহিত ছিলেন, সিনিয়র শিক্ষক মো.গোলাম মোস্তফা, আবু হানিফ, মো.শামীম হোসেন, সাবেক ছাত্র দল নেতা গোলাম রব্বানী, মো.মফিজল প্রমূখ
সভাপতি, ভিপি গোলাম রোজ তালুক দার বলেন, আলোকিত হেমনগর করিতে হলে আলোকিত মানুষের প্রয়োজন,একমাত্র পাঠাগারই পারে আলোকিত মানুষ গড়তে।
বিশিষ্ট্য শিক্ষানুরাগী, চান মিয়া মাস্টার সাহেব বলেন, জ্ঞান আরোহনের কেন্দ্র বিন্দু হলো পাঠাগার।
কে.এম.শামীম সাহেব বলেন, মাদক, ইভটিজিং, হতে রক্ষা করিতে হলে শিক্ষার্থীদের,পাঠাগার, সাহিত্য সংস্কৃতির এবং ক্রীড়া মূখী করিতে হবে,।
এড ভোকেট আব্দুস সালাম পিন্টু পাঠাগার জন্য নিজস্ব গঠনতন্ত্রের জন্য মো.রফিকুল ইসলাম মিয়া সাহেব কে আহবায়ক করে ১০ সদস্যের কমিটি করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন, মো.হারুনুর অর রশিদ, সহ.অধ্যাপক কে.এম.শামীম, মো.সাইফুদ্দিন, মো.আনোয়ার হোসেন,মিজানুর রহমান,আতিকুর রহমান,মো.মুক্তার হোসেন জীবন, মোসাঃ নূরুন নাহার, ইসমেতারা,
উক্ত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠনতন্ত্র সম্পন্নকরণে অনুরোধ করা হয়।
আলোচনা শেষে মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের সু স্বাস্থ্য এবং সুস্হ্যতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,( ধর্মীয়), ইমাম এবং খতিব মাওলানা আবু বকর সিদ্দিক।
Leave a Reply