স্টাফ রির্পোটার
টাঙ্গাইলের সখিপুরে ২৯ সেপ্টেম্বর সোমবার রাতে সখিপুরের সনাতন হিন্দু ধর্মাবলীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা সপ্তমীতে স্বর্ণকার পট্টির মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লা আল রনী। এ সময় উপস্থিত ছিলেন সখিপুরে দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা, থানা ভার প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূইয়া। স্বর্নকার পট্টির পুজা আয়োজক কমিটির সভাপতি দুলাল কর্মকার, সম্পাদক সাগর কর্মকার, যুগ্ম সাধারন সম্পাদক আকাশ কর্মকার, রামপ্রসাদ চন্দ্র শীল, প্রতিমা সৌজন্যে কারী সুভাস কর্মকার হীরা সাগর জুয়েলার্স মালিক, শেফালি জুয়েলার্স মালিক কৃষ্ণ কর্মকার, ভক্ত মহিলা পুরুষ গন। হিরা সাগর জুয়েলার্স ও শেফালী জুয়েলার্সের সামনে অবস্তিত স্বর্ণকার পট্টির মন্ডপের সভাপতি দুলাল কর্মকারের নিকট জানতে চান পুজা পরিচালনা করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। দুলাল কর্মকার বলেন পুজা পরিচালনায় কোনো প্রকার অসুবিধা নেই। আরো উপস্থিত ছিলেন বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এর নেতা কর্মীরা। বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা পুজা মন্ডবে স্বাবক্ষনিক দায়িত্বে নিয়োজিত আছেন। উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লা আল রনি সখিপুর কেন্দ্রীয় মন্দির সহ বেশ কয়েকটি পুজা মন্ডম পরিদর্শন করেন। সখিপুরে ৩৫ টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইলের সখিপুর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৩৫টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৩৫টি পূজামন্ডপের মধ্যে সখিপুর পৌরসভায় ৫টি, ১নং কাকড়াজান ইউনিয়নে ৪টি,২নং বহেড়াতৈল ইউনিয়নে ০৩টি,৪নং যাদবপুর ইউনিয়নে ০৪টি,৫নং হাতীবান্ধা ইউনিয়নে ০৯টি,৭নং দাড়িয়াপুর ইউনিয়নে ০২টি,৮নং বহুরিয়া ইউনিয়নে ০৩টি, ৯নং হতেয়া রাজাবাড়ি ইউনিয়নে ০২টি,১০নং বড়চওনা ইউনিয়নে ০৩টি। সবচেয়ে বেশি পূজামন্ডপ রয়েছে ৫নং হাতীবান্ধা ইউনিয়নে ৩নং গজারিয়া ইউনিয়নে এই বছর কোন পূজা মন্ডপ হচ্ছে না। সখিপুর পৌরসভায় যেসব পূজামন্ডপ রয়েছে সেগুলো হলো-০১.সখিপুর উপজেলা কেন্দ্রীয় মন্দিরে পূজামন্ডপ,০২. সখিপুর বাজার স্বর্ণকারপট্রি পূজামন্ডপ.৭নং ওয়ার্ড ৩.সখিপুর পূর্বপাড়া (মিশনপাড়া)দূর্গা মন্দিরে পূজামন্ডপ ৪. দক্ষিনপাড়া শিবমনিদর দূর্গাপূজা মন্ডপ ৫.সখিপুর মালোপাড়া দূর্গামন্দির মন্ডপ। ১নং কাকড়াজান ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা মন্ডপগুলো হলো-১.মহানন্দপুর অনস্তজাদপ হরি মন্দিরে পূজামন্ডপ ২.বুড়ীচালা দূর্গাপুর কৃঞ্চকলি দেবমন্দিরে পূজামন্ডপ ৩.বড়চালা জয় যতিন্দ্র কালী মন্দিরে পূজামন্ডপ ৪.বিন্নআটা দূর্গা মন্দিরে পূজা মন্ডপ। ২নং বহেড়াতৈল ইউনিয়নে শারদীয় দূর্গাপূজার মন্ডপগুলো হলো -১.কালিয়ান ঘাওগাচালা মহামায়া নাট মন্দিরে পূজা মন্ডপ ২.জয়নাতৈল কামার আরঙ্গ মন্দিরে পূজামন্ডপ ৩.কালিযান ঘাওগাচালা সুবল সরকারের বাসভবনে পূজা মন্ডপ। ৪নং যাদবপুর ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা মন্ডপগুলো হলো-১.নলুয়া দক্ষিনপাড়া দূর্গা মন্দিরে পূজা মন্ডপ,২.নলুয়া উল্টরপাড়া কালি ও দূর্গা মন্দিরে পূজা মন্ডপ ৩.বেড়বাড়ি নামাপাড়া কালি মন্দিরে পূজা মন্ডপ ৪.বেড়কাড়ি টানপাড়া মাখন বাবু বাস ভবনে পূজা মন্ডপ। ৫নং হাতীবান্ধা ইউনিয়নেপূজা মন্ডপগুলো হলো ১.তক্তারচালা কামারপাড়া জয় দূর্গা মন্দিরে পূজা মন্ডপ ২. হাতীবান্ধা পশ্চিমপাড়া কালি মন্দিরে পূজা মন্ডপ ৩.হাতীবান্ধা টেকিপাড়া দূর্গা মন্দিরে পূজা মন্ডপ ৪.তক্তারচালা নতুন বাজার রাধা গোবিন্দ মন্দিরে পূজা মন্ডপ ৫.রতনপুর বালিয়াটাপাড়া দূর্গা মন্দিরে পূজা মন্ডপ ৬. মহিষডাঙ্গা কালি মন্দিরে পূজা মন্ডপ ৭. চাকদহ মধ্যপাড়া হরিচরণ মন্ডলের বাস ভবনে পূজা মন্ডপ ৮.চাকদহ শ্রী শ্রী গোরাঙ্গ মহাপ্রভুর আশ্রম পূজা মন্ডপ ৯.অক চাকদহ সত্য সরকারের বাস ভবনে পূজা মন্ডপ। ৭নং দাড়িয়াপুর ইউনিয়নে পূজামন্ডপগুলো হলো ১.কাঙ্গালীছেও সূত্রধর সম্প্রদায়ের পূজা মন্ডপ ২.কাঙ্গালীছেও উত্তরপাড়া শ্রী শ্রী পার্বতী দূর্গামন্দিরে পূজা মন্ডপ। ৮নং বহুরিয়া ইউনিয়নে পূজামন্ডপগুলো হলো ১. কালিদাস রাধা গোবিন্দ মন্দিরে পূজা মন্ডপ ২.কালিদাস মা মন্দিরে পূজা মন্ডপ ৩.কালিদাস দড়ীচালা দূর্গামন্দিরে পূজা মন্ডপ। ৯নং হতেয়া রাজাবাড়ী ইউনিয়নে পূজা মন্ডপগুলো হলো ১.বাজাইল বড়চালা রাধা কৃঞ্চ নাট মন্দিরে পূজা মন্ডপ ২.বাইটকা হরে কৃঞ্চ সরকারের বাসভবনে মন্দিরে পূজা মন্ডপ। ১০নং বড়চওনা ইউনিয়নে পূজা মন্ডপগুলো হলো ১.বড়চওনা বাজার দূর্গা মন্দিরে পূজা মন্ডপ ২.বড়চওনা নিপেন্দ্র বর্মনের বাসভবনে পূজামন্ডপ ৩. বড়চওনা নারায়ন দূর্গা মন্দিরে পূজা মন্ডপ। ৩নং গজারিয়া ও ৬নং কালিয়া ইউনিয়নে কোন পূজা মন্ডপ নেই। সখিপুর থানার অফিসারদের নেতৃত্বে বিভিন্ন পূজামন্ডপে আনসার ও চকিদার সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। প্রতিবছরের মতো এ বছরও প্রতিটি মন্দিরে ৫শত কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লা আল রনী বলেন,আমরা সার্বক্ষনিক মনিটরিংয়ে আছি,আশা করি সকলের সহযোগিতায় সুন্দরভাবে ও সুষ্ঠভাবে শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হবে।
Leave a Reply