সখিপুরে স্বর্ণ কার পট্টির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
-
Update Time :
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
-
৬৫
Time View
মো. মোশারফ হোসেন
সখিপুর টাংগাইল
টাঙ্গাইলের সখিপুরে ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর উপজেলা পুকুর ঘাটে স্বর্ণকার পট্টি শারদীয় দূর্গা উদযাপনকারী ভক্তরা সাতটার সময় হিরা সাগর জুয়েলার্স ও শেফালী জুয়েলার্সের সামনে পাঁচ দিনব্যাপী শারদীয়া দুর্গা উৎসব পালনের পর প্রতিমা বিসর্জনের জন্য মন্ডপ থেকে নামিয়ে ভ্যান গাড়ি করে উপজেলা পুকুর ঘাটে নিয়ে যাওয়া হয়। উপজেলা পুকুর ঘাটে সন্ধ্যা ৭:৪৫ মিনিটে পুকুরে নামিয়ে বিসর্জন দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলার ক্যাম্প হতে সেনাবাহিনীর একটি দল। স্বর্ণকার পট্টিতে মন্ডপ হইতে প্রতিমা নেওয়ার সময় সেনাবাহিনীর দলটি উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের পর্যন্ত উপস্থিত ছিলেন। উপজেলা পুকুর ঘাটে আরো উপস্থিত ছিলেন পুলিশ আনসার ফায়ার সার্ভিস ও সনাতন হিন্দু ভক্তরা। নেচে গান গিয়ে উলু ধ্বনি দিয়ে ভক্তরা প্রতিমা বিসর্জন দেন। উপজেলা পুকুর ঘাটে প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন স্বর্ণকার পট্টির পূজা উদযাপনকারীর সভাপতি দুলাল কর্মকার সম্পাদক সাগর কর্মকার যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কর্মকার। প্রতিমা সৌজন্য কারি সুভাষ কর্মকার হীরা সাগর জুয়েলার্স এর মালিক শেফালী জুয়েলার্সের মালিক কৃষ্ণ কর্মকার উপস্থিত ছিলেন। সখিপুরে স্বর্ণ পট্টিতে পাঁচ দিনব্যাপী শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব দুর্গাপূজা উদযাপিত হয়েছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণভাবে পূজা উদযাপনকারীদের কে সহায়তা দিয়েছেন । পুজা আয়োজক কমিটির সভাপতি ও কমিটির সদস্যরা প্রতিমা বির্সজনের পর বিবৃতি দেন আগামী বছর এর চেয়ে যেন ভালো ভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে তার জন্য সবার নিকট দোয়া ও আর্শিূবাদ কামনা করেন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply