অধ্যাপক কেএম শামীম, গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে টাঙ্গাইলের গোপালপুরে আলিম পরীক্ষা ছাড়া এইচএসসি সমমানের ফলাফলে বিপর্যয় নেমে এসেছে।
উপজেলার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় – কলেজ ও স্কুল এন্ড কলেজ পর্যায়ে ৮ টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ১০৮৬ জন তার মধ্যে পাশ করেছে ৪৭২ জন আর পাশের হার ছিল ৪৩.৪৬% ভাগ। জিপিএ৫- পেয়েছে ৩ জন।
আলিম পর্যায়ের ৭ টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ২০৮ জন তার মধ্যে পাশ করেছে ১৮০ জন পাশের হার ছিল ৮৬.৫৪% ভাগ। জিপিএ৫-পেয়েছে ১ জন।
এইচএসসি ( ভোকেশনাল) পর্যায়ে ৬ টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৪৫৬ জন সেখানে পাশ করেছে ২০৭ জন আর পাশের হার হচ্ছে ৪৫.৩৯% ভাগ। জিপিএ৫-পেয়েছে ১ জন।
বিজনেস ম্যানেজমেন্ট( বিএম) পর্যায়ে উপজেলার একটি মাত্র কলেজ নারুচী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৯ জন শিক্ষার্থী তার মধ্যে কেউ পাশ করেনি। একমাত্র মাদ্রাসার আলিম পরীক্ষার পাশের হার ভাল থাকলেও জিপিএ৫ পেয়েছে মাত্র ১ জন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন – শিক্ষার্থীরা মোবাইল আসক্ত, বেপরোয়া। বেশির ভাগ শিক্ষার্থী ক্লাশে উপস্থিত থাকে না। ২/১ টি ক্লাশে উপস্থিত থাকলেও ঘুমহীনতায় ঝিমুতে থাকে। অভিভাবকরা তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ। শিক্ষকরা কিছু করতে চেয়েও কিন্তু পারে না নানা প্রতিকুলতায়। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply