সহ.অধ্যাপক কে.এম.শামীম
গোপালপুর, টাংগাইল
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর ভাতা অবসরে যাওয়ার ৬ মাসের মধ্যে প্রাপ্তির দাবীতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ২০ নভেম্বর গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।
সাবেক প্রধান শিক্ষক ও সম্পাদক আব্দুল ওয়াহেদ আকন্দের সঞ্চালনায় ও সাবেক প্রধান শিক্ষক মো: আহাম্মদ আলীর সভাপতিত্বে এই স্মারকলিপি
প্রদান ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জোবায়েরুল হক আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম,গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, শিক্ষক মো: হীরা মিয়া, প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার।
মানববন্ধনে উপস্থিত বক্তারা অবসরে যাওয়ার ৬ মাসের মধ্যে কল্যাণ,অবসর ভাতা ও বেতন থেকে কর্তনকৃত ১০ ভাগ টাকা নির্ধারিত সময়ের মধ্যেই প্রদানের জোর দাবী জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক খন্দকার বেলায়েত হোসেন মিন্টূ,
বিএমজিটিএ জেলা সভাপতি সহ.অধ্যাপক কে.এম.শামীম,বিএমজিটিএ উপজেলা সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ:অধ্যাপক অটল শরিয়ত উল্লাহ, প্রধান শিক্ষক আঃ হাই, শিক্ষক মো.হারুন অর রশিদ, সুপার আঃ হাই ছৌমরী, মোসা: হোসনে আরা খাতুন, মো.আশরাফ আলী,বাবু মাস্টার প্রমূখ। এই সময়
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: তুহিন হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply