কেএম শামীম
গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশের অবিসংবাদিত নেতা ৩ বারের সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে সূতী ভিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আগামী নির্বাচনে এই আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু। দোয়ার আগে সংক্ষিপ্ত কথায় তিনি বলেন ” বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে জনগনকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। “
উপজেলা বিএনপি সভাপতি খ. জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক কাজি লিয়াকত সি. সহ সভাপতি মো. আমিনুল ইসলাম সহ সভাপতি আবু ঈসা মুনিম, মো. জাহাঙ্গীর হোসেন শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান সম্পাদক মো. চান মিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন সদস্য সচিব বদিউজ্জামান রানা শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সম্পাদক মো. হিরা প্রমূখ।
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন।
Leave a Reply